Poem

ধৃতরাষ্ট্র

2 years ago

0

পুত্রস্নেহ, রাজধর্ম আঁকড়ি কাহারে 

ধরি হব অগ্রসর বুঝিতে না পারি ।

রাজার মহিষী তুমি জননী গান্ধারী 

এ ঘোর সংকটে পারো কি বলিতে মোরে 

কোন পথে করিব নির্ণয়? পাই নাই 

অমৃতের স্বাদ, দেখি নাই বর্ণ তার,

কর্মে দিলে বাধা যদি হয় সুখভার,

অভিমানী পুত্র মোর; দেখিবারে চাহি 

শুধু হাসিমাখা মুখ, কিন্তু যুধিস্‌ঠীর

সে ও তো পুত্র, তাহারে বঞ্চনা সহিতে 

না পারি । অজ শাবককে যবে শার্দুলেতে 

ধরে, অসহায় মাতা ফেলে আঁখিনীর

অন্তর বিচূর্ণ হয় অপত্য স্নেহেতে

রাজা নহি, পিতা আমি, তাইতো অস্থির ।।


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(