Poem

বাংলা ভাষা

2 years ago

0

জীবনের প্রারম্ভে যেই ভাষা আসিল আননে

প্রয়োজনে যে ভাষায় বিনিময় করি ভাব মধুর সুস্বনে,

লাজেতে রক্তিম হয়ে যেই ভাষা প্রথমে উচ্চারি

ক্রোধেতে আরক্ত হয়ে যে ভাষায় প্রথমেই সফুরি

যে ভাষা নির্গত হয় উৎসবের চরম আহ্লাদে

সরমে যা বাহিরায় হৃদয়ের উৎসমুখ হতে ।

কীটদ্রষ্ট পুস্প সম যন্ত্রনার শরে দগ্ধ হলে

যেই ভাষা উচ্চারিয়া লয়ে যাবে অন্তিমের কালে

সেই তো মাতৃভাষা মাতৃদুগ্ধসম

যুগ যুগ বাঙালীর অতি প্রিয়তম

রবি, মধু - সুকান্তের উচ্চারিত সুকোমল ভাষা

হিংসায় উন্মত্ত যুগে, যে ভাষা জাগায় মনে আশা ।

যেই ভাষা উচ্চারিয়া মাপিতেছি দিবস রজনী

বাঁচার জিয়নকাঠি, সেরা রত্ন কোহিনুর মনি।

সম্মান দানিব তোমা, প্রয়োজনে ছাড়িব পরাণ

এই ভাষা দেখাইবে, অমৃতের গহন সে স্থান ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(