Poem

দিনের কথা

3 years ago

0

শাওন -ভাদোর দিন
বৃষ্টি সারাদিন ,
নদেয় এল বান
বাস করা কঠিন ।
নদীর কুলে বাস
ভাবনা বারোমাস ,
ঘাটের তরীর আজ
নেইকো কোন কাজ ।

শুধু চখা - মেলা
করছে শুধুই খেলা ,
আমরা দুটি ভাই ,
শুধু গাজনের গান গাই।
ভরা নদীর জলে
শুধু ঢেউয়ের খেলা চলে ,
পাল তুলে , আর পানসী নিয়ে
বাঁচব না আর বিফলে।

এলাে যে আশ্বিন
পুজোর মাসের দিন ,
দুঃখ ভুলে নাচব মােরা
কেবল তা ধিনা ধিন্ ধিন্ ।
পুজোয় নেই নতুন জামা
মােদের নেই কো মামা,
মাসী থাকে দেশ বিদেশে
মােদের নেই তেমন আশা ।

কার্ত্তিক মাসের দিন
হিমেল হাওয়া সারাদিন
মন করে কেবল জড়সড়
এলে মোদের দুদিন যে বড় ।
অঘ্রানেতে পাকা ধানে
ক্ষেত যে গেছে ভরে,
মোদের তো তেমন আশা
মন যে কেমন করে।

পৌষমাসে চুলার শুধু
নলের গুড়ের বেলা
গােফুর মিঞা বাঁধবে বাসা
খেজুর গাছে ভেলা।
পিঠে পুলি খাওয়ার তরে
মন যে কেমন করে,
কে মেটাবে মোদের সে সাধ
অবোধ খেলাশুধু নদীর চরে

মাঘের শীতে বাঘ লুকোবে -
বনের ঝোপে ঝারে,
শীতে মােরা জড় সড়
দেখব শুধু আড়ে।
ফাগুনের ঐ উদাসহাওয়া
মন করে রঙিন ,
চৈত্র মাসের মাতাল করা
এল কাল বােশেখীর দিন ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(