Poem

সৃষ্টি

3 years ago

0

অবোধ বালক কোমল মৃত্তিকা লয়ে

গড়েছিল মৃত্তিকা ভৈরব ক্রীড়াচ্ছলে।

ক্রুদ্ধ মাতা তাহা হেরি টানিয়া সবলে 

নিক্ষেপিল বহু দূরে । খন্ড খন্ড হয়ে 

তাহা হইল বিচূর্ণ, শিশু আঁখিজল

ফেলি হস্ত ছাড়াইতে সাধিল সকল 

শক্তি, কিন্তু হায়! সব প্রয়াস নিষ্ফল ।

পুত্তলীর ভগ্নদশা করিল বিহ্‌বল  

শিশুটিরে, চলে শিশু মাতার পশ্চাতে 

অতি ধীরে ধীরে। তুচ্ছ বস্তু গনি মনে 

আপন সন্তানে টানি লইয়া যাইতে 

চায় মাতা, কিন্তু শিশু পুত্তলি কারণে 

বারংবার ফিরি চাহে। সৃষ্টি আনন্দেতে 

স্রষ্টা হয় পুলকিত, নহে অন্য জনে।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(