অবসরে অবসর না জানে আপন পর,
সবারে বসি যে ভালো,নাই কো অপর।
দিন দিন আয়ুহীন, হীনবল দিন দিন
আশায় রয়েছি চেয়ে আসিবে সুদিন ।
আশায় কুহক ছলে, মন খেলা যে চলে,
অচলের অচলায়তন ভাঙিব বুদ্ধিবলে ।
আশায় বাঁধিনু ঘর,যৌবন - প্রখর তাপে ,
রুধিবে তাহারে বল , রক্ষা করে কোন বাপে।
তবু নিশিদিন ভাবনা রঙিন হল ,
টুটিল না , টুটিবে না আশা হবে না বিফল।
যৌবনের সুপ্ত বীজ অঙ্কুরিবে ধীরে,
তাই তাে বসিয়া আছি জীবন নদীর তীরে ।
আশাযএ বালুচরে , সন্ধা ঘনায় ধীরে ,
জীবন নদীর তীরে শুধু ভাসি অশ্রু নীরে ।
জীবন বসন্ত কাঁদে গুমরি গুমরি ,
রক্ষা কর প্রভু মোরে, তোমায় স্মরণ করি ।
Comments & Reviews (0)
No comments yet :(