দুই ধারে বাদ্যযন্ত্র বিবিধ প্রকার -
বাজিতেছে নানা সুরে, অতি চমৎকার
অগনিত গণদেব, সম্মুখে বসিয়া
সবাই দেখিবে পালা, উৎকণ্ঠিত হিয়া ।
মঞ্চে জ্বলে কত আলো, কত বর্ণময়
সবে মিলি পরিবেশ অতি মোহময়
কুশীলব সু-সজ্জিত, সবাই প্রস্তুত
রাজপুত্র ভিখারীর বেশেতে নিখুঁত ।
অতি দীন রাজসাজে, রাজার মেজাজে
তব অঙ্ক কার সাধ্য, এ জগতে বোঝে ।
এই বিশ্ব রঙ্গমঞ্চে যাওয়া ও আসা
কারো জোটে তিরস্কার, কারো ভালোবাসা ।
সফল যে অভিনেতা, পায় হাততালি
অসফল জন মুখে, মাখে চুনকালি ।।
Comments & Reviews (0)
No comments yet :(