Poem

২১ শে ফেব্রুয়ারী

2 years ago

0

ভুলব না তোমায় ২১শে ফেব্রুয়ারী

তোমার জন্য জান-টাও দিতে পারি।

মৃগনাভিসম আছে যে ভাষার সুবাস 

মিশে আছে - যেথা মাটি ও আকাশ বাতাস।

যে ভাষায় করে বিহগেরা কলতান

তটিনীর বুকে চরম আবেগে মাঝি মাল্লার গান।

বাউল, ফকির উদাস প্রেমিক যে ভাষায় সুর তোলে

সারা দেশবাসী একতার সুরে যেই গান গেয়ে চলে,

চারন কবিরা যেই গান গেয়ে ঝড় তোলে অন্তরে 

দেবতারে যারা আত্মীয় ভেবে সেবা নিবেদন করে

বেয়নেট আজ ধারালো হলে ও তবু

পেতে দেব বুক হটে যাব নাকো কভু

 সে বাংলা ভাষা বয়ে চলে কলকলে

যুগ যুগান্ত অমৃতের মধু বোলে।

যারাই সেদিন করেছে শোণিত দান

সে দান কখনো হয়নিকো বৃথা,হয়ে আছে মহিয়ান

হে বীর শহীদ, তোমার মহৎ দান

ভূধর সলিল, অনল, অনিল বহিছে সেই প্রমান।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(