হতে পারতেম একদিন যে
মহান পণ্ডিত প্রবর ,
কিন্তু , সংস্কৃতের আখর গুলাে
কেমন যেন পড়তে বাধায় মহা ঘাের ।
তাই , না পারলাম হতে পন্ডিত
আসন ভারী গুণী জ্ঞানীজন ,
শুনে শিষ্যেরা কয়, যে তবু ভালাে
তা বটেই তাে , তা বটেই তাে তখন ।
আবার , হতে পারতাম মস্ত বীর
কিন্তু বন্দুকের নল দেখে হয় ভয় ,
দেশ জয় আর রাজ্য বিজয়
করে করব না মহা শক্তি ক্ষয় ।
তাই , রইলাম বসে ঘরের কোণে
ভীরু ঘরকুলাে যে তাই
সবাই তখন বলল হেসে বাছা
তা বটেই তো , তা বটেই তো ভাই ।
লিখতে গেলে কলম কাঁপে
লেখাগুলাে আসে না মাথায়-
কবি হওযার সাধ যে ছিল
কিন্তু , কাব্যগুলাে কেমন জটলা পাকায়
নেতা হওয়ার সাধ ও ছিল
রাজনীতির ভাষনে পা কাঁপায়
রাজনীতিবিদ শুনেই বলে বাছা
তা বটেই তাে , তা বটেই তাে কাজ নেই কো তায় ।
Comments & Reviews (0)
No comments yet :(