Poem

মুক্তি

3 years ago

0

মুক্ত বিহঙ্গম বিতরিছে কাল গীতি

প্রকৃতির কোলে - অবহেলে -

নদী ধারা প্রবহমান কুলু কুলু নাদে,

তার যেন নাহি শেষ সদানন্দে খেলে।

পিঞ্জরায় বদ্ধ পাখি মুক্তি চায়--উড়ে যায়

পক্ষ মেলি - পক্ষ মেলি মাতাবে ভূবন,

সৌখিন মানবকুল বদ্ধ রাখে তারে

মিটাতে চোখের নেশা -জুড়াতে জীবন।

মুক্তির আস্বাদ লাগি প্রাণ ওষ্ঠাগত

করিছে প্রতীক্ষা যেন সারাটি জীবন ভর,

কবে পাবে- পূর্ণ হবে আশা সে মুক্তির

জীবন সংগ্রাম তার দুঃসহ জীবন কাতর।


মুক্তি এ প্রানের - মুক্তি এ জীবনের

সাড়া নেই শব্দ লেই নিঃশব্দ পদচারণ ,

এক বৈশাখে, দেখা হল দুজনের

পড়িল অনন্ত ফাঁদে - এ ক্ষুদ্র জীবন।

খর্ব করি সব স্বাধীনতা ধরা দিল

জীবনের ফাঁদে দুঃখ অনির্বার,

দুর্নিবার,দুঃসহ জীবন ছাড়ি-

মুক্তি চায় জীবনের--যেন স্বর্ণ পিঞ্জরার ।

প্রাণ -মন সকলই হয়েছে আজ দুঃসহ

জীবনের ফাঁদে পড়ি শুধু জীবন যন্ত্রনা ,

মায়াজাল বিস্তারিছে - মায়াময় এ সংসার

মুক্তি চায় এ জীবন - কেবলই কামনা ।


একদিন জরা ব্যাধি গ্রাস করে এ জীবন

মুক্তি নাই - এ অসার জীবনের ,

উপাসনা করি বুদ্ধ - জগতের তরে

মুক্তির উপায় নাহি - মিলে জগতের ।

জন্ম আছে - মৃত্যু আছে যে জীবের

জরা - ব্যধি সকলই তো সকলের,

জন্মিলে মরিতে হবে - অমর কে কোথা কবে ।

মুক্তি নাই জীবের তাে - সিদ্ধ সাধনার ।

ধন - জন সকলই তাে সঁপিলে তােমায়

বিশ্ব পিতা মুক্তি দাও - সকল জীবের

আমার মুক্তি আলােয় - আলােয় -

দূর নীলামায় মুক্তি - জীবনের অন্ধকার ।


পরাধীনতার মুক্তি হয় স্বাধীনতা -

দাসত্ব শৃঙ্খল মুক্ত হয় যে ভারত ,

মুক্তি আস্বাদ লাগি - রক্ত ক্ষয় - লােক ক্ষয়

তবু জীবনে চায় - অধিকার জন্মগত ।

হেন পূণ্য ফল কবে লভিল জগৎ

বন্দীদশা নেলসনের - মুক্তি জীবনের,

শত শত প্রাণ -মুক্তি চাহে শুধু জাতির

জাভির জল প্রাণ দিল কেবল দেশের স্বাধীনতায়।

অমর অক্ষয় হােক মুক্তিযুদ্ধ করি

থাক প্রাণ - যাক প্রাণ মুক্তির তরে

দেশের গৌরব আর জাতির গৌরব

মুক্তির সৌরভ রবে জাতির জীবন ভরে ।


মুক্তি ! মুক্তি কোথায় পাবে

আপনি যে বাঁধা প্রভু এই ফাঁদে ,

জীবন চলিয়া যাবে ক্ষণকাল পরে

কাঁদিবে ভুবন যেন এ জীবন কাঁদে ।

বিশ্ব পিতা আপনি যে বাধা সৃষ্টি জালে

জীবনের নাহিকো মুক্তি অসার সংসারে

কালের বিরাম নাহি - নিত্য নীলা চলে

মুক্তিদাতা মুক্তি নাহি দিবে এ ভব সংসারে ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(