Poem

মায়ার পৃথিবী

3 years ago

0

মায়ার পৃথিবীতে জীবনের গলিতে 

হাতছানি রয়েছে অনেক ,

স্বপ্নে-মোড়া পথগুলো সব 

গোলক ধাঁধার মতো ,

আঁকা-বাঁকা পথে চলতে চলতে 

কুড়াচ্ছে মানুষ সুখ-দুঃখ ।

ধন-সম্পত্তি , বিষয়-আশয় 

না জানি জমাচ্ছে কত কী ! 

মাঝে মাঝে কারো মনে হচ্ছে বুঝি 

ভুল পথে নেই তো আমি !

কেউ বা ভাবছে ওদের আকাশ 

সুখের তারায় ভরা ,

আমার পথটা কেন যে এমন 

শুধুই দুঃখে ভরা ! 

প্রতিটি পথে আছে ভিন্ন অভিজ্ঞতা

সবটা বোঝে না কেউই —

ভিন্ন পথের অভিজ্ঞতা এখানে 

বোঝার নেই কোনো উপায় ,

অদৃশ্য স্থানাঙ্ক দেখতে পাবে 

এমন গুণী মানুষ আর কোথায় ! 

মায়ার পৃথিবীতে কেউ কারো নয় 

কিছু তো যায় না নেওয়া ! 

শুধুই এখানে নিত্য চলে 

যাওয়া-আসার খেলা । 

সবটা যখন বোধগম্য হয় 

দেখে , সব পথ মিলে গেছে ,

মনের অজান্তে কখন যে পুরো 

জীবনটা কেটে গেছে ! 

স্মৃতিগুলো দেখে ক্রমশ তখন 

আবছা হয়ে আসছে , 

ধরে রাখার আর উপায় নেই যে 

মায়াজাল কেটে গেছে । 

.... অমৃতা দত্ত


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(