Poem

হালচাল

3 years ago

0

দেখছি যত ভাবছি তত
দিনের সব হালচাল ,
চালবাজেরা খেলছে পাশা
বারােটা বাজায় সকল।
গোবিন্দেরই দোহাই দিয়ে
দিচ্ছে শুরু কেবল চাল ,
তুমি বাছা হাবাডুবু ,
দিনের খুঁটি তুমি নন্দ গােপাল ।
কপাল পােড়া গরুর নামে
ভজবে মন নিত্যদিন ,
দীন বন্ধু দীনের তিনিই সহায়
ভজ তুমি কেবল নিশিদিন ।

গােলক ধাঁধাঁয় মরছে মানুষ
মরছে শুধুই ভেবে ,
কোনদিন যে পুরবে সে সাধ
সবই তাঁর দয়া, চল নিত্য সেবে ।
জ্ঞান বুদ্ধি কাবু তােমার
গােলক ধাঁধাঁয় ঘুরে ,
ফলবে কবে তােমার সে ফল
পুরবে আশা , ফাটা কপাল জুড়ে ।
সিদ্ধিদাতা আছেন তিনি
অলক্ষেতে সবার ,
একদিন না আসিবে সেদিন
ভজ তুমি শুধু গােবিন্দের ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(