জীবনটা দুঃখের মেলবন্ধন
শুধু সুখের কামনা-ক্রন্দন ।
জীবনটা নিয়ে কেহ মরে
মাথা কুটে,
জীবন নিয়ে কেউ শুধু মূটে ।
জীবন-যৌবন আসে
জোয়ারের মতন,
জীবন-মৃত্যু পায়ের ভৃত্য
নদীর ঢেউয়ের মতন ।
জীবন শুধু খুনশুটি
সুখ - দুঃখের ,
জীবনে শান্তি জোটে কারো
কারাে বা শুধু হিংসার।
জীবনটা এমনি কাটে
কারো বােঝা টেনে,
কারাের জোটে না জীবনে শান্তি
প্রতিটি জীবনের কোণে ।
জীবন নাটক শেষ হয়
সেইক্ষণে স্মৃতি পড়ে থাকে জীবিত পথ গুণে
বিরাম বিহীন জীবনের তৃষা
শুধু হিংসা - দ্বেষ চলে ব্যবসা ।
Koushik Sen
3 years ago