চোখ থাকতে , চোখ হারালে
কাঁদি
মন থাকলেই , মনের অসুখ
মােরা কাঁদি ,
আপনাকে যে দেখে না আর ,
"চোখে আঙুল দাদা" ,
বােকামিতে আমরা পটু ,
আমরা বােকা হাঁদা ।
গল্প ফাঁদি আপন মনে
লােক ঠকানাের বেলায় ,
সাঙ্গ হলে মিছেই কাঁদি
জীবন সন্ধ্যা বেলায় ।
রাধের মাসী , যদুর পিসি
এ দুই সহদোরা ,
করল কী যে লােভের বশে
লক্ষ্মীছাড়া ওরা ।
এমনি কতক , কথা আছে
বলতে ভীষণ লজ্জা
বুঝবে সেদিন , যেদিন সবাই ---
যেদিন হবে রাবণের রণসজ্জা ।
Comments & Reviews (0)
No comments yet :(