রবি কর গায়ে মাখি, যবে মেলি আঁখি
কিবা দেখি ?
সতৃষ্ণ নয়নে শুধু চাহে মোর পানে
শুধুই কি পেলবতা ইহাদের টানে ?
অপরূপ করি মোরে সৃজিলা বিধাতা
বিদ্ধ করে দৃষ্টির তীক্ষ্ণতা
আমারে গ্রাসিতে চাহে পামরের দল
আমি বুঝি কোন ফল,
হয়েছে রক্তাক্ত বহু, সাক্ষী ইতিহাস
আমি হতে চাই শেষ গ্রাস ।
ছিঁড়ে নাও বৃন্ত হতে, পূর্ণ কোর মনস্কাম
রক্ত দিয়ে লেখা হোক সভ্যতার দাম।
Comments & Reviews (0)
No comments yet :(