মরমে শুকায়ে যায়
অনাদরে অবহেলায়,
লালন করে না কেহ
অাপন স্মৃতির পাতায় ।
স্মৃতি তুমি বেদনা
সততঃ অমর তুমি স্বীয় মহিমায়,
ভরা থাক স্মৃতি সুধায়
অতীতের সুখ দুঃখ বেদনায় ।
কালের কাপোল তলে
শুভ্র সমুজ্জ্বল হে অতীত -
তােমার মহিমা রহিবে স্থির
অমর করিয়া চির চিত্ত বিনীত ।
মহাজ্ঞানী মহাজন যে পথে
করেন গমন স্বীয় চরণ ফেলি ,
সাদরে আমরা ল'বো
নিজ বক্ষে তা তুলি ।।
Comments & Reviews (0)
No comments yet :(