Poem

'ভুয়ো'-মানুষেরই সৃষ্টি

3 years ago

0

আয়নায় যদি চেহারা না দেখা গিয়ে 

মন দেখা যেত ,

তা হলে , সৌন্দর্য্যর ব্যাখ্যা আলাদাই হত ।

পথের পড়ে থাকা নুড়ি যদি 

অলংকার নির্মাণে ব্যবহৃত হত ,

তবে , সোনা হত মূল্যহীন । 

যদি শুরু থেকেই নীতি শিক্ষাতে জোর দেওয়া হত —

তবে ,ভুয়ো-ডাক্তার , ভুয়ো-আমলা , ভুয়ো-অফিসার এসব কি আর ,তৈরি হত ! 

যদি ,আদরের বাবুর প্রথম ভুল 

অদেখা না করে তাকে শাসন করা হত —

তা হলে , বাবু বড় হয়ে মনোকষ্টের 

কারণ নাও হতে পারত । 

আমরা তো , এভাবেই মূল্য নির্ধারণ করি —কি ,করি না ? 

কষ্ট করে কোনো কিছু পাওয়াতে কী সুখ ! 

সে তো , যে না কষ্ট করেছে তার কাছে অধরা । 

মূল্য দেওয়া হোক —

শ্রমকে ,সাধনাকে ; ধৈর্য্ , অধ্যবসায়কে ; 

মূল্য দেওয়া হোক —

স্বপ্ন চরিতার্থ করার লড়াইকে , প্রচেষ্টাকে ; 

ধন-ঐশ্বর্য , উচ্চ-পদ কিংবা ভোগ-বিলাস-আরমকে নয় । 

... অমৃতা দত্ত 


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(