Poem

কলতান

3 years ago

0

সুনীল আকাশ পথে-

রাজহংস উড়ে চলে 

শুভ্র পক্ষ মেলি যেন কলরবে । 

কলকল ধ্বনি তার 

মুখরিত করিছে ধরণী

গােধূলি বেলায় - অস্তরাগে নীরবে ।


বিধাতার একি দান 

মুখরিত মাধবী বিতান -

শেষ হয় না নাকো যেন মধুর সৌরভে ।


পরশিছে দখিনা পবন 

মৃদুমন্দ সমীরণ 

দোলা দেয় প্রাণে - গভীরে নীরবে । 

ক্ষণকাল বসি বাতায়ন পরে

কোকিলের কুহুতান 

পশিছে নীরবে - এ কর্ণকুহরে ।


নদী বহে কল কল 

ছল ছল ধীর মন্দ বেগে

প্রাণ উচ্ছল ধ্বনি করিছে  নীরবে 

সন্ধ্যার অন্ধকার ঘনাইছে 

যেন মহাকাল গ্রাহিছে মেদিনী 

এ ঘাের তিমিরে । 


যায় নাকো  গােনা ঢেউ 

কুলে দেখি নেই কেউ - 

শুধু দূর  পথে পান্থ এক 

যাই নিঃশব্দে গুটি গুটি । 

উদাস আকাশ পানে চাহি - 

বাতায়নের শুধু চাহি – আর চাহি 

স্মৃতিতে জাগিছে কত 

গানের বিরামে । 


ডুবিল যে বৃক্ষরাজি

গভীর তিমিরে

দূরে উঠে ঢেউ রাশি রাশি

কল কল ধ্বনি শুধু শুনি

তিমিরে ঢেউ নাহি যায় শুনি।


স্মৃতিপটে জাগিছে ভাসনা খানি-

স্মৃতিলয়ে কাটাব যামিনী 

তাহা যেন যায় না বিফলে 

ঘন তিমিরে ভাবি পলে পলে । 


শুনিতে যে কলতান 

বৃথা আজ শুধু অভিমান -

প্রকৃতির নিয়মে যে সকলই 

একদিন হবে সে বিলীন ।


নীরব সমাধি মগ্ন 

হব এ সংসার সীমান্তে -

কত হাসি - কত গান - 

কত যে গাে কলতান - 

নিরব নিস্তব্ধ হবে এই তাে বিধান ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(