Poem

শৈশব স্মৃতি

3 years ago

0

আজকে কত পড়ছে মনে
সেই পুতুল খেলার দিন গুলো ,
ঘরের কোণের পুতুল গুলাে
মারছে উঁকি মাের মন ভুলাে ।
সাঁতার কাটা , বড়শি ফেলা
কত কি না সখ ছিলো ,
সবই কোথায় হারিয়ে গেল
সবুজ সাথী দিন গুলাে ।

ঘরের কোণের পুতুল দেখে
সাধ জাগে নে মোর মনে,
নাতির সনে চলছে খেলা
জাগছে স্মৃতি সেই ক্ষনে।
জীবন যেন দুদিনের এই
রঙমঙ্চে রাজা রাণীর অভিনয়,
সত্যি হলে ও সােজা কোথায়
এ জীবন ধরে রাখার নয় ।

চলছে যেন নদীর স্রোতে
পাল তুলে নাও যাওয়া ,
পিছন ফিরে তাকানাে আর
স্মৃতি ধরে পিছু ধাওয়া ।
চলব মোরা সমুখ পানে
চাইব না পথ পিছন পানে ,
জীবন নদীর কিনারে যে
মিলবে সবাই কোনাে দিনে ।

আমরা সবুজ আমরা অবুঝ
বিশ্ব পিতার দরবারে ,
হারিয়ে যাব সবাই কখন
জীবন নদীর সেই কিনারে ।
স্মৃতি শুধু থাকবে বেঁচে
থাকবাে না কেউ কোন মতে ,
রাজা উজির সবাই যাবে
সব হারিয়ে এই আদালতে ।

তােমার মহাবিশ্বে প্রভু
হারায় নাকো কিছু ,
রত্নাকরের ঢেউয়ের মতাে
সব আছড়ে পড়ে পিছু ।
আত্মা হল স্মৃতির মতাে
অমর জ্যোতি সত্য ,
নিত্য মােরা মরছি কত
চির অমর দুটি নিত্য ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(