ঝড় উঠেছে , প্রকৃতি অশান্ত —
গাঢ় কালো মেঘে , ধূলি ঝড়ে ,
গাছপালা লন্ডভন্ড !
বৈরাগী প্রকৃতির উষ্ণ নিঃশ্বাস ,
সাথে , রাশি-রাশি ধূমায়িত ধুলো —
চারিদিক এলোমেলো।
ঝড় উঠেছে মনোজগতে ,
একসাথে — চাপা অভিমানে।
বহু মানুষের ভিড়ে , নিষ্ঠুর শূন্যতা ,
চারিদিকে দেখি স্বার্থপরতা ;
নেই মায়া-মমতা।
—বৃষ্টি , আজ তুই করিস না অনাসৃষ্টি ,
থেমে যাস তাড়াতাড়ি।
তোর বুঝি নেই বাড়ি ?
আমার চোখ ভেজালে ,
হবে তোর সাথে আড়ি।
অমৃতা
Comments & Reviews (0)
No comments yet :(