খারাপ লাগাকে লুকিয়ে রাখি,
হৃদপিণ্ডের জানলায়। অলিন্দ নিলয়ের মাঝে।
যেখানে বুড়িমা আচার শুকোতে দেয়,
অনন্ত ভালোলাগায়।
খারাপ লাগাকে লুকিয়ে রাখি,
মস্তিষ্কের গভীরতম খাঁজে।
যেখানে সেরিব্রাম আর সেরিবেলামের
কোলাকুলি। হয়ত মিষ্টি পাখি
আসবে উড়ে-
সব মন্দ লাগা সরবে ঢেউ ভাঙা গান গেয়ে
ভালো লাগাকে ছড়িয়ে দিই, তপ্ত মরুতে
যাতে কোন আনন্দ বিছুরণ-
খারাপ লাগায় প্রতিধ্বনি না হতে পারে ।
তবু বাঁচতে হবে, সম্পর্কের আলিঙ্গনে,
বাঁচার সুখপাখি উড়বে জীবন প্রাঙ্গনে ।।
Comments & Reviews (0)
No comments yet :(