তোমার দেখেছিলেম ফেলে আসা অনেকগুলো বছর আগে
এক আটপৌড়ে মনকাড়া সাধারণ মেয়ে।
সেই সব দিন সরে গেছে কালের নিয়মে,
জেনেছি অনেক কিছু, কিংবা কিছুই না।
বদলেছি আমি, তোমার ভালবাসায়।
এলেবেলে নিম্নমেধাকে প্রতিষ্ঠা দিয়েছ, নিজেকে রিক্ত করে
অনেকগুলো শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত পরে তুমি
একই রকম আকর্ষণীয় আমার কাছে। মনে।
অভিমান, ভয়, ক্লান্তি সবকিছূ নিয়ে
ভালোবাসার দুয়ারে দাঁড়াই।
ভিজবো বলে ।
চুলের রঙে ক্লান্তি লাগলেও, আমি তোমার কাছে
শিশু, কিংবা কিশোর, কিংবা যুবক।
কিন্তু বৃদ্ধ নই।
তোমার বাহু ডোরে বার্ধক্য
বহু দূরে- দূরে।।
Comments & Reviews (0)
No comments yet :(