একি গো মা তোর মলিন বদন
একি গো মা তোর রুক্ষবেশ
আজ ও হাহা রব যেন দীন বেশে
তৃষিত আকুল আঁখি মেলি চৌর্দিকে
কী কু-ক্ষনে আনি স্ব-অধীনতা
ঘটাল বিশ্বে এক জাতি এক দেশ
দীনতার অভিমান তাও অভিমান
তবু মেলে দাও নাই শ্বাস - কোন
লজ্জা ভয় - কত সংশয় জাগিছে
সকল হৃদয়ে দিন দিন শুধু অভিনয়ে।
জীবনে তিয়াওরটি বসন্ত কাটি গেল
ঘোরে - শুধুই গরবে - শুধু ভীরুতার সৌরভে -
আজও গিরিরাজ রয়েছে দাঁড়ায়ে
তুষার শুভ্র কাশ্মীর হতে কন্যাকুমারী-
তবু ধড়াচূড়া পরি ঘটা করি পালিছে
এ প্রজার গৌরব - তবুও লজ্জায় মাথানত
করি জাগিছে - মায়ের দেশ প্রীতি সবাই নীরবে,
কাল স্রোতে ভাসে আজি ভারত মাতার মান
সম্মান - একি ভয়ংকর দিন - আসিছে ঘনায়ে
ভারত ভুমির বুকে - কে দিবে সাহারা?
লুটেরা ঘুরিছে চৌদিকে তার লোলুপ দৃষ্টি চোখে
কে আছ জওয়ান হও আগুয়ান মাতার দৈন্যদিনে
শুধু নাম বার বার - চরনে
তোমার লজ্জা নিবারিতে পারিনিকো এতদিনে ।।
Comments & Reviews (0)
No comments yet :(