Poem

কাকের ধৈর্য্যচ্যুতি

3 years ago

0

একটা ছিল কাক

     করছিল সে তাক

           বন্ধ রেখে ডাক।

ওদের ছোটো ছেলে

       কখন যাবে চলে

       থালায় রুটি ফেলে।

ইতি উতি দেখে

    চকচকে দুই চোখে

        লক্ষটি ঠিক রেখে।

রুটি নিয়ে পাতে

     নেয়না ছেলে হাতে

      অনিচ্ছা তার খেতে।

এদিক ওদিক করে

       চারি দিকে ঘোরে

           থালা হাতে ধরে।

চেঁচিয়ে বলে মা

   থালাটা কে নামা

   বাবা,ঘোরাঘুরি থামা!।

ঘড়ির কাঁটা নড়ে

   কে কার কড়িধারে

        মুখটি নাহি নাড়ে!

ভাবে,ধৈর্য বলিহারি!

      বসতে কতো পারি!

        ভাবি ঠোকর মারি!

বললো তখন কাক

      ইচ্ছে হোলে খাক্

    তোর এঁটোরুটি থাক্।


বি.দ্র -(১)প্রতি পংক্তি তিন শব্দের।

           (২)প্রতি পংক্তির শেষ অক্ষর একই।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(