আজি পুষ্পাসার বরষিল
তোমারি আশ্বাসে,
উত্তরা বায়ু জাগায় জীবন
কী এক গভীর বিশ্বাসে।
অতীত বিদায় নেয় ভবিষ্যৎ আশে
জন্ম নেয় নব নব আশা,
প্রত্যাশা ভুলায় দুঃখ শোক
জাগে মনে প্রেম-ভালোবাসা ।
নবীন প্রবীন হয় জীবনের স্রোতে
সবুজ ধুসর হয় গীবন মরুতে,
চলার বিরাম নাহি এ ক্ষুদ্র জীবনে
চলে এ জীবন শুধু প্রথম প্রভাতে ।
আজ যা নতুন, কাল হবে পুরাতন
পুরাতনে বিদায় দিই নতুনের আহ্বানে,
আমরা নবীন, আমরা সবুজ কাঁচা
গড়ব এবার মোদের জীবন বাঈশের আগমনে।
শপথ নাও, এ জীবন নয় কো সহজ
দিনে দিনে জটিলতা বাড়ে পলে পলে,
জটিল কুটিল সব কর গো বরন
নতুন জীবন গড় - জীবন যাবে না বিফলে।
মনুষ্য জীবন বড়ই দুর্লভ, বড়ই জটিল
মান হুঁশ লয়ে চল গতিময় ভবে,
'করোনা' জয় করগো অবোধ মন
পাইবে মুক্তি এই অতিমারী তান্ডবে।।
Comments & Reviews (0)
No comments yet :(