Poem

বর্ষবরন

2 years ago

0

আজি পুষ্পাসার বরষিল

তোমারি আশ্বাসে,

উত্তরা বায়ু জাগায় জীবন

কী এক গভীর বিশ্বাসে।

অতীত বিদায় নেয় ভবিষ্যৎ আশে

জন্ম নেয় নব নব আশা,

প্রত্যাশা ভুলায় দুঃখ শোক

জাগে মনে প্রেম-ভালোবাসা । 


নবীন প্রবীন হয় জীবনের স্রোতে

সবুজ ধুসর হয় গীবন মরুতে,

চলার বিরাম নাহি এ ক্ষুদ্র জীবনে

চলে এ জীবন শুধু প্রথম প্রভাতে ।

আজ যা নতুন, কাল হবে পুরাতন

পুরাতনে বিদায় দিই নতুনের আহ্বানে,

আমরা নবীন, আমরা সবুজ কাঁচা

গড়ব এবার মোদের জীবন বাঈশের আগমনে।


শপথ নাও, এ জীবন নয় কো সহজ

দিনে দিনে জটিলতা বাড়ে পলে পলে,

জটিল কুটিল সব কর গো বরন

নতুন জীবন গড় - জীবন যাবে না বিফলে।

মনুষ্য জীবন বড়ই দুর্লভ, বড়ই জটিল 

মান হুঁশ লয়ে চল গতিময় ভবে,

'করোনা' জয় করগো অবোধ মন

পাইবে মুক্তি এই অতিমারী তান্ডবে।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(