তরুন অরুন কিরন সুধা ভরি ,
শীতল শিখিল শিউলি পড়িছে ঝরি ,
কী করুণা তব প্রভু প্রভাতের নীলিমায়,
রুপ - রস গন্ধময় এ বিচিত্র ধরায়।
কল - কাকলি মুখর প্রভাতের সুষমায় ,
ভরি তােলে প্ৰাণমন যেন কোন নন্দিত
-------- ধারায়।
যত দেখি এ জীবনে বৈচিত্র তােমায় ,
বুঝিতে পারি কী যে আছে এ ধরায় ।
সকল শোভন তবএ মোহন রূপে
বুঝিতে নারিনু তােমা কোন অভিশাপে।।
Comments & Reviews (0)
No comments yet :(