Poem

মন

3 years ago

0

কী বলব আর মনের কথা

     যখন মনেতে নেই মন , 

বুঝতে পারে সেই একাকী

     যে হয় শুধু মহাজন ।

মহাজনী জাহাজ চলে অথৈ জলে

     কে পায় তার খবর প্রতিক্ষণ , 

যম জামাই সবাই আছে ঐ কিনারে

     বুঝতে পারে মন অণুক্ষণ । 


সেই অকূল পাথার দিল দরিয়া

      বাণিজ্য তার চলছে ক্ষণে ক্ষণ,

ডুবলে জাহাজ বুঝতে পারে

      কী সেই অমূল্যধন অধীর মন । 

সারা জীবন বিরােধ চলে

      এই অসার দেই আর মন , 

চিনলে তারে রাখত দেহ

      যে সাধু ফকির বেতাল জন । 


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(