কথায় ওরা বিরক্ত হয়
নীরবতাই ভালো ,
আলো ওরা দেখেনি কখনও
আঁধারকে তাই ভাবে আলো ।
পেটে ওদের খিদের জ্বালা
শিক্ষা তো অনেক দূরের কথা —
স্বপ্নতেও ওরা রং দেখেনা
প্রতিনিয়ত বাঁচার লড়াই
এরাও যে মানুষ রে ভাই ,
ওদের কথা কী একটু ভাবো ?
ঠাণ্ডা ঘরে ন্যায্যতা-সাম্যতা
দিন বদলের প্রতিশ্রুতি ,
আলোচনাতে শুধুই বড়াই —
এদের জন্যে করবে কে লড়াই ?
... অমৃতা দত্ত
কবিতাটি ‘ আমার কবিতা ‘ বই এ প্রকাশিত
Comments & Reviews (0)
No comments yet :(