Poem

ভূতের বেগার

3 years ago

0

সেদিন হঠাৎ ঢেউ উঠেছে

ঝড় উঠেছে ফুলে ,

করিম চাচার নৌকাখানি

চলছে দুলে দুলে ।

বললে মােদের করিম চাচা

জীবন মােদের বৃথা -

মিথ্যে মােরা খেটেই মরি

জীবনটা যে ধাঁধা ।

জলে জীবন , জলে মরণ ,

সকাল সন্ধ্যা চলি,

শুধুই বলি আল্লা কিংবা হরি -

মারাে তুমি , রাখাে তুমি , এই কথাটি বলি ।

দুদিনের এই নৌকা বাওয়া

এই মিথ্যে সংসারে

ভূতের বেগার খেটেই

মরি সব রইবে পারে ।


এপার ওপার করি শুধু

সারা জীবন ধরে -

ধন - দৌলত পুত্র- পরিজন

রহিবে সবই , যাব ক্ষণিক পরে ,

বয়স হলাে তিন কুড়ি যে

বৈঠা খানি ধরে

ছেঁড়া পালে লাগলে হাওয়া

গুন টানি যে , কঠিন করে ।

এমনি করে টানতে টানতে -

জীবন তরী সারা জীবন ভাের

বিড়বিড়িয়ে বকছে শুধু

বইছে চোখে কেবল অশ্রু লোর

কেন বা যে এলেম মোরা

এই মিথ্যে সংসারে

দুঃখের নৌকা টেনেই শুধু

অবশেষে যাব চলে ভব পারাবারে।


কোটিপতি লক্ষপতি আছে যে সংসারে

একদিন যে যাবে চলে পরপারে

পারের কড়ি নাই কো মােদের

নৌকো পারাপার করি জীবন ধরে ।

যাদের কড়ি আছে তারাও

যাবে এমনই দুদিন পরে

রইবে সবই এই পারেতে

ভূতের বেগার তারাও খেটে মরে ।

ধন জন বাড়ি গাড়ি রইবে যে এপারে

একাই এসে একাই যাবে

মিথ্যে বিবাদ চুরি - জুয়াচুরি

করছে মানুষ রইবে না কেউ ভবে ।


বিদ্যেবােঝাই বাবুমশাই সব

শুনলে মাঝির কথা -

ফ্যালফ্যালিয়ে তাকাই শুধু

ভাবছে সত্যিই জীবনটা তাে বৃথা ।

রুপের দেমাক , ধনের দেমাক

সবই অসার এ সংসারে

ঠকবাজি তে কাটালে দিন

এমনি করেই খালি যাবাে পরপারে ।

আনন্দ সুখ ধনদৌলত -

মিথ্যে ধন দৌলত সবই রইবে পড়ে,

করিম চাচার, ছেঁড়া পালের নৌকা খানি

মোদির কোটি টাকা সবই তো নড়বড়ে।

সারা জীবনকরছি মিথ্যে অভিনয়

চাচা যে জানান দিল মিথ্যে সে তো নয়

এবার ছাড়ো আশা,ধরো প্রভুর চরণ

যদি দুই দিনেতে পারের কড়ি হয়।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(