Poem

সংসার সীমান্তে

3 years ago

0

মােরা গোলক ধাঁধায় মরছি ঘুরে
নিত্য দিনের এ খেলায়
শিশু বৃদ্ধ সবাই চলে
জীবনেই এই দোলায় ।

দুঃখ সুখের মিলন মেলা
আমাদের এই জীবনটা
নাচের তালে তাল দিয়ে যায় খেমটা
ভেবে কী হবে আর এমনটা

বার্ধক্যের ওই বারাণসী
বৃদ্ধ -বৃদ্ধার বার্ধক্য নিবাস,
সবাই বলে বাঃ সাবাস,
পাশ্চাত্যের ঢেউ লেগেছে তার বারোমাস।

শিশুর বেলায় শিশু মঙ্গল
নাস্তানাবুদ বেশ জঙ্গল
শিশু যাবে কার কবলে
ভেবে না পাই কোন কালে ।

মানুষ যে আজ সব অসহায়
জীবন সন্ধ্যবেলায় --
দিন দিন যা রকম সকম
চলছে জীবনের এই খেলায়
উচ্চ নীচের নাই ভেদাভেদ
মাস হুঁশ নেই এর বেলায়
তরী যেন দুলছে সদাই-
ঝড় বাদলের এই দোলায়।

শিশু বৃদ্ধ থাকবে সবাই
নিত্য নাটের খেলায়,
জীবন - মরণ চলবে খেলা
জীবন সন্ধ্যা বেলায়।
কার যে কখন ঘন্টা শমন
ঘন্টা বাজে এই জীবনের ঘাটে ,
যখন পড়বে না মাের
পদচিহ্ন এই বাটে ।

ভাঙা তরীর নেই কো মাঝি
জীবন নদীর এই ঘাটে
জীবন সাথী সেই যে মাঝি
লক্ষেতে আছেন সাজি
অাসলে সময় টানবে রশি,
কুলে সবাই আছে বসি ,
আসবে শমন করবে দমন বাজায়ে বাঁশী।

জীবন নিয়ে সব ভাবনা
তার পরে নেই কিছু
রাম - রহিম সবাই ছুটছে পিছু ,
জীবন নদীর ওপারেতে
নেই ভাবনা , নেইকো ভাগাভাগি
হিংসা নেই - নেই কোন রাগরাগিনী।
শুধু বরাদ্দ যে সেই যে মাটি
সাড়ে তিন হাত মাত্র,
জীবন ঘনিয়ে এলে
পুড়িয়ে ছাই হবে যে গাত্র ।

সংসার সীমান্তে বাধা বিপদ
রয়েছে যে অশেষ
ভােগান্তি আর অবহেলায়,
প্রায় জীবন বেলায় ,
এই জীবন - মরণ দোলায় ।

সাঙ্গ হলে ভবের খেল।
থাকবে না কেউ এক বেলা ,
শুধু পদ্ম পাতায় জল ছলছল
ছলনা এই মহান মিলন মেলা ।
জাত - পাতের আর নেই ভেদাভেদ
শিশু - বৃদ্ধ সবাই সমান এ মরণ খেলা।
সংসার সীমান্তে আর নেই তরী
নেই মাঝি নেই কোন ঘাট
নিমেষে শেষ হবে এই নাট ।

আমি মরণের সাথে খেলিব আজিকে
মিলন মেলা , জীবন সন্ধ্যাবেলা ,
ঘুচাব দীনতা , যত সে মমতা
সাঙ্গ হলে খেলা - মরণ দোলা।
সখা কৃষ্ণ ভগবান
জীবন সন্ধ্যাবেলা,
শুধু এ জীবন - মিলন - বিচ্ছেদ
ক্ষণিকের দেখা , নিত্য নাটের খেলা ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(