Poem

দিনের বানী

3 years ago

0

দিনের বানী আড়াল টানি
বলছে মোদের সর্বদা ,
অভয় দিলাম ভরসা দিলাম
হবে না কো অন্যথা।
মােদের জীবন ফুলের মতন
সৌরভেতে ভরপুর ,
নিত্য সেবে সদাই দেবে
তার জীবনমন বেদনা বিধুর ।

আসে নিত্য জনে জনে কিছু লয়ে মনে
ফিরে ফিরে যায় বার বার
কত অভিলাষ মনে বলিবে সে কতক্ষণে
পারে না বলিতে একবার।
উদ্দেশ্য মহৎ হবে চিরকাল মনে রবে
ভাবনা নাহি কো তার কিছু,
ঠকালে ঠকতে হবে এ কথা স্মরণে রবে
বিধাতা ছুটছে তার পিছু ।

ধনজন যৌবন সকলই অনিত্য ধন
পদ্ম পত্রে জীবন চঞ্চল ,
ফিরি দিবে হারাধন কে তােরে অবােধ মন
এ ক্ষুদ্র জীবন সম্বল ।
কর্ম করে নিত্য যেই তার যে ভাবনা নেই
চলে নিত্য প্রাণনাথে স্মরি ।
দুঃখ তার দূরে যাবে অচলা আশ্রয় হবে
সঙ্গে তার থাকেন শ্রীহরি ।

লুঠেরা লুটিল ধন চিন্তাগ্রাসে অনুক্ষণ
কী করি চলিবে জীবন ,
নিত্য কর্ম করি চলে সদাই গােবিন্দ বলে ।
কৃপা কর প্রভু অকিঞ্চন ।
যা ছিল সঞ্চিত ধনলুটিল দুবৃত্তগণ
নানা ছলে লুটিল সকল
সদা ডাকে শ্রীহরিরে রক্ষা কর তুমি মােরে
প্রভু তুমি করাে না বিকল ।

ত্রাহি ত্রাহি ডাক ছাড়ে মনের কড়াটি নাড়ে
সমর্পিল নিজেরে গােবিন্দে ,
হে গােবিন্দ রাখাে মােরে আছি যে চরন ধরে
ঠাঁই দাও চরণারবিন্দে ।
অনিত্য জীবন সত্য , উপার্জন করি নিত্য
নিষ্কর্ম রয়েছে চারিধার
জীবনে দুঃখ - সুখ অবিরত যাত্রা করেনিত্য কত
পার কর তুমি জীবন আধার ।

আত্মীয় - স্বজন আসে হরেক অভিলাষে
শুধায় হরেক কথা মনের উল্লাসে ,
কেহ দেয় শুভ বার্তা কেহ যেন মহাত্রাতা ।
বিদায় লয় যে সবে ' আপন উচ্ছাসে ।
কোম্পানী সকল আসে অভিনব বার্তা শেষে
ফিরে যায় আপন গরবে ,
গরীব যে রাধারমন ভাবে শুধু অনুক্ষণ ।
এরা কি সব মাের দুঃখ লবে?

পারাবার তীর্থযাত্রীদল চলিতেছে অবিরল
এজেন্ট বলিছে সদা পুন্যসাথী হবে,
কী ক'বকাহারে আমি ভক্তি শুধু অন্তর্যামী
দিবে যা পুণ্য চিরবৈভবে।
জীবন বীণার তরে জীবন বন্ধক করে
নাতি - পুতি সবাকার তরে ,
যম জামাই ভাগনা কেহ নয় কো আপনা
আসে যায় শুধু ফিরে ফিরে ।

হে চির সুন্দর তুমিই মাের মনােহর
সদা রাখো চরণে তোমার ,
অতিথি আসিবে কত নিতি নিতি নানা মত
প্রভু তুমি চিরসাথী মাের ।
রাখিলে রাখিবে মােরে দয়া কর চিরতরে
হে মাধব তুমিই ভরসা ,
চিরদিন ভাকি তােমা' তুমি যে গো প্রাণসখা
এ জীবনে মিটে যেন পাপ ,আশা।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(