Poem

সুযোগ

3 years ago

0

জীবন দোলায় চলে

যোগ বিয়ােগের খেলা ,

জন্ম তিথি যে কাঁদে

ডুবিলে জীবন ভেলা ।

হরি হরি রাম রাম

জয় জয় বােলে ,

চলিবে জীবন দোলা

মহাজীবনের কোলাহলে ।


সুযােগ - দুর্যোগ যেন

দুই সহােদর ভাই ,

হানাহানি কাটাকাটি চলে

মোদের জীবনে সদাই ।

আমরা অবুঝ প্রাণ

সবুজ মােদের হিয়া

তিল তিল করি গড়ি

জীবন - যৌবন দিয়া ।


সুযােগ আসিলে সবে

হয় হুশিয়ার,

জীবনের যােগ কবে আসে

কর্ম চলে শুধু আনিবার ।

অদৃষ্ট সবার এক

জীবনে হয় না কখনও,

বুঝেও অবুঝ থাকে

সকলে জীবনে তখনও ।


চিরদিন কাহারও সমান

কভু নাহি যায় ,

ভাগ্যচক্র ঘুরে যায় --

শুধু সকলে ভ্যাবাচ্যাকা খায় ।

রাম - রহিমের খেলা

চলে জীবনের বেলা ,

মরণে সবার এক যোগ

ডুবিলে সাধের ভেলা ।


সুযােগ আসিলে হয়

সজাগ সবাই ,

তবুও দুর্যোগ হাসে

শুধু তুড়ি মারে তাই ।

আপন ইচ্ছায় সাবে

কোটি বাঞ্ছা করে,

ঈশ্বরের যাই বাঞ্ছা

সদা সেই সুখ ধরে ।


সর্বস্ব করিতে ত্যাগ

সকল ইচ্ছা পুরিবারে ,

আমার সন্তান যেন থাকে

সুখ ভােগ তরে ।

আপন আপন চিন্তা

সকলেরই হয় তবু,

সুদিনে মিনতি করি প্রভু

তব পদে মতি যেন কভু ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(