Poem

ভালােমন্দ

3 years ago

0

ক্ষীণ আশা , দীন বল নিয়ে
এ জীবন তরীটি বাওয়া ,
ছেঁড়া পালে লাগে শুধু
মৃদু মৃদু হাওয়া ।
জীবন তরীটি বাওয়া নয়কো
সহজ অতি – অতীব বন্ধুর ,
রণতরী বেয়ে চলে দিন দিন
এ জীবন হয় যে মধুর ।

ভালােমন্দ , সুখ দুঃখ নিয়ে এ জীবন ,
চোরাবালি স্রোতে মন কেবল মলিন ।
মলিন বদন কেন - পথ যে সুদূর,
বেয়ে চলাে যাত্রা পথে হয়ে না বিধুর ।
চাওয়া পাওয়া দ্বন্দ্ব যেন জীবনের সার ,
যদি থাকে তব সাথে করুণা অপার ।
করুণা নিধান প্রভু সবার আশ্রয়,
যদি বা প্রসন্ন হন দয়ার মহান প্রিয় ।

দিন দিন মােরা শুধু করি যে অচ্যুত,
পাই যদি তব দয়া এই যে মিনতি ।
চারিদিকে শুধু এ ধরণী বিষ বাষ্পে ভরা ,
দুর্বত্ত জনেরে তুমি সংহার কর গাে ত্বরা।
হতেছে মলিন দেখাে এ জীবন শুধু,
এ জীবন যেন এক রুক্ষ মরু ধূ ধূ ।
পাষান্ত পামর যত করিছে গুঞ্জন ,
দিনে দিনে ভরি তােলে কলুষ জীবন ।

একদিন যাবাে চলি সকলই ভুলিয়া,
পড়ি রবে এ ধরণী গরল মথিয়া ।
চাষী পুত্র হােক কিম্বা বাজার নন্দন,
সবার রয়েছে ঠাই এধরা অমর কানন ।
কর্ম ধর্ম চরাচরে , নয় কো সমান ,
কর্ম হেতু বিচরিছে লয়ে গুণমান ।
বিচার হইবে এক এ ধরণী পরে ,
নাহি রবে ভেদ জ্ঞান বিশ্ব চরাচরে ।

জন্মিলে মরিতে হবে , অমর কে বা রবে,
কীর্তি যশ সবই রবে , কে বা বিষন্ন করে ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(