///// ভয়ের দেশে //////
তমাল দাস
একটা কালো সময় ঘিরে ধরে আছে কিছুদিন,
তার মায়াজাল কাটবে কবে,জানা নেই অবশেষে-
সূতীব্র মৃত্যুর এক অস্বস্তি সবার চারিপাশে।
ভাল থাকার গল্প শোনায় না কোনো পথিক,
সকালের পাখির ডাক নিয়ে আসেনা মাতাল আবেশ-
অব্যক্ত ভয়ের এক অস্বস্তি সবার চারিপাশে।
প্রিয়জন হারা মুখগুলো সব একাকী
কান্না শুকিয়ে আপন ভুলেছে এই দেশ-
কর্মহীন ভয়ের অস্বস্তি সবার চারিপাশে।
প্রকৃতির সব রুষ্ট মেজাজ,কলির ভীষন রোষে
মানুষ বুঝেছে তার কাজের ভুল অবশেষে-
স্বজনবিচ্ছেদের ভয় সবার চারিপাশে।
বোমাবারুদ এর যুদ্ধ কিংবা মহাকাশ জয়ের কাব্যে
বিজ্ঞানের আশীর্বাদ কিংবা অভিশাপের দ্বেষে-
মারণমুখী ভাইরাসের এর ভয় সবার চারিপাশে।
সভ্যতার অস্তগামী আলো,
গল্পগুলো হোতো যদি ভালো,
আদিম মানুষ আদিম সত্তা খুঁজে নিক,
ছড়িয়ে দাও আগুন দিগ্বিদিক।
সেই আগুনে পুড়ে যাক সব পাপ,
আগুনপোড়া চিতার ভস্মে মলিনতা মুছে যাক-
রাবনপোড়া দশেরাতে শোনা যায় নতুন ভোরের ডাক।
Comments & Reviews (0)
No comments yet :(