আমার ঘরটা আজ পরিত্যক্ত, ঘরের দেয়ালের ডিপ সবুজ রঙটাতে আজ ধূসরের মলিনতা.. ঘরের ঈশান কোনের তাকটাতে একটা টেবিল ল্যাম্প ছিল, সেটা কিজানি কে নিয়ে গেছে, ঘরের পুব দেয়ালে আমার হাতে আঁকা একটা ছবি ছিল, একটা সময় ছবিটা বেশ প্রসংশা কুড়িয়েছিল সবার, আজ সেটা আবর্জনার স্তূপে.. আমার ডায়েরীর পৃষ্ঠা আজো ছড়িয়ে আছে আমার ঘরের মেঝের আনাচে কানাছে, কিছু আবার উইয়ের পেটে গিয়ে মাটিতে পরিনত হয়েছে, একদিন কত অনুভূতিতে লজ্জায় রাঙা হয়েছে আমার ঘরের বন্ধ জানালার পাল্লা, আজ তা ফোকলা বৃদ্ধের মতো শূন্যতায় একাকী.. নাজানি কত কবিতা, কত প্রাপ্তী, কত সমর্পণের আবেগে ধোয়া হয়েছিল একদিন আমার ঘরের প্রতিটি কোন, আজ সে ফাটলে জীর্ণ.. আসলে ঘরের দেওয়াল কে সবসময়ই নিরাপত্তা দিতে হয়, ঘরের আচ্ছাদন কে সহ্য করে নিতে হয় সমস্ত ঝড়, ঘরের দরজা জানলা কে সাবলীল হতে হয়, যেন পরম স্নেহে আগলে রাখাই তার কাজ, ঘরের প্রাপ্তী হওয়া উচিত তাতেই, তার অসংলগ্নতা, তার অসহনশীলতা আসতে পারেনা, তাহলেই পরিত্যক্ত হতে হয়, এটাই নিয়ম.. দিনের কিছুটা সময় আমার ঘরের ভাঙা আচ্ছাদন পেরিয়ে আজো খানিক সূর্যের আলো এসে ঢোকে মাত্র.. আমার ঘরটা আজ পরিত্যক্ত..।
Comments & Reviews (0)
No comments yet :(