কবিতা : বিবর্তন
কলমে: সুনন্দা হালদার
ভালোলাগা গুলো যখন স্বপ্ন দেখতে শুরু করে,
তখন নাকি সেগুলো ভালোবাসা হয়ে যায়।
তাই ফিরে ফিরে আসে স্বপ্ন।
আর স্বপ্ন মানে পিছুটান,
স্বপ্ন মানে জীবনে চলার পথের
একটা রূপরেখা।
কিন্তু পিছুটান আজ বিলাসিতা মাত্র।
আঁকড়ে ধরে থাকাটা নাকি বোকামি।
আর ভালোবাসা? সে তো কেবল অভ্যাস।
তাই যুগের সাথে তাল মিলিয়ে;
যখন সবাই মুখ ঘুরিয়ে চলতে শুরু করল,
আমি অবাক হইনি এতোটুকুও।
সবাই তো অভিযোজনের পথে।
উত্তরণের প্রয়াসে প্রতিযোগিতায় লিপ্ত।
মনে মনে ভাবলাম এই বেশ।
অপেক্ষার দিন হলো শেষ।
কেবল মন খারাপের অলিখিত চুক্তিতে
একটা স্বাক্ষর করে, তাকিয়ে রইলাম -
বিবর্তনের পানে।
Comments & Reviews (0)
No comments yet :(