Poem

ভবঘুরে

3 years ago

0

পথে পথে ফেরে - নাইকো ঠিকানা তার-

কোথায় থাকে কোথায় যায় নাইকো নিশানা

কি খায়- কেমন সে- আদিম বর্বর জাতি-

হাওয়া দের ঘর নাই - নাইকো ঠিকানা

আসে যায়- চিরকাল উদাস্তর দল,

এমনি কাটায় ভবঘুরে, নির্মল - নিষ্ফল।


পরিযায়ী পাখির দল - মুক্ত আকাশে ফেরে

ডানা মেলে - মহাসাগর পার হয়ে

যােযন পথ - কতদিন ধরে পার হয় -

মহাকাল কোলে - তাও ভবঘুরে - নাই ঠিকানা তার

সন্ধান মেলে যে ভার - চিড়িয়া খানায় -

লেকের ধারে ধারে - সেই ঠিকানা -

শীত - গ্রীষ্মে ঘুরিছে যে - নেই কো নিশানা ।


নির্ণয় করে না কেউ কালে কালে ,

ভব সাগরের পারে - ভবঘুরে ফেরে

জন্ম - মৃত্যু মিলি দোঁহে নিত্যসঙ্গী হয়ে -

যাযাবর জাতি - ফেরে সংসার সীমান্তে

উভ্রান্ত পথিক যেন -

দূর দূরন্ত পান্থ প্রবাসী -

চলে লুকোচুরি খেলা - বিশ্বময় -

বাসাহীন - আশাহীন -

অনাগত ভবিষ্যত ফেরে - চারিদিকে -

নির্দয় পাষাণ সম - ভবঘুরে দল চলে ,

পথে - অন্তহীন পথে - কালে কালে ।

বিধাতা দেচ্ছেন প্রাণ - ক্ষুদ্রপ্রাণ টুকু লয়ে

নেই আশ্বাস - নেই বিশ্বাস -

নেংটি ইদুর মতাে খুঁটে খুঁটে খায় -

ফন্দি ফিকির করে - ক্ষুন্নিবৃত্তির তরে

পথেই জীবন পথেই মরন -

তাদের জীবন ভর - চলে জীবনের খেলা -

মৃত্যু যেন বাজশাখি - ছোঁ মারে -

থেকে যায় জীবন সঙ্গীত - জীবন নদীর তীরে ।


বনে জঙ্গলে - পথে -প্রান্তরে - তাদের

অস্থায়ী ঠিকানা - জন্ম - মৃত্যু থাকে -

তাদের পথ চেয়ে - অনিবার - দুর্নিবার

অনাগত ভবিষ্যৎ - হাতছানি দেয়

ক্ষুদ্রপ্রাণ করে ঝটপট - নিয়তির নির্মম

পরিহাসে - ভবঘুরে চলে পথে -

প্রবীন - দিশাহীন যাত্রী সে এ জগতে ।


অজ্ঞাত কুলশীল – ভবঘুরে দল -

আছে যে জৈবিক ক্ষুদা - সৃষ্টির রহস্য -

নাই কো- তার কোন পরিত্রান -

ইমারত হাসে - রাজ্য রাজনীতির -

নাইকো উত্তাল তরঙ্গ তার মাঝে -

পুঁটলি কাঁধে - সংসার রয়েছে কাঁধে -

চলে পৃথিবীর নানা প্রান্তে – জিপসি -

অখন্ড বিশ্বের তারাও শরীক - নির্ভীক -

পখই সম্বল – হারাবার কিছু ভয় নাই ,

মুক্ত আকাশের নিচে - করমুক্ত চিরকাল তাই ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(