চোখ তুমি জানো,—
কেন এত সুন্দর তুমি ?
তোমার সাথে , ' চোখের জল ' জুড়ে আছে বলে ।
মনের কোণে যখন জমে হতাশা আর নিরাশার মেঘ ,
তখন অজান্তে ঝরে পড়ে ' চোখের জল '।
আবার হৃদয়ে যখন আসে অযাচিত উচ্ছ্বসিত আনন্দের ঢেউ ,
তখনও আসে চোখের জল।
কখনও বিরামহীন-অনিয়ন্ত্রিত;
মনের সাথে তোমার সম্পর্ক অবিচ্ছেদ্য।
যে চোখে জল আসে না
সে মন বড়ই কঠিন ।
হৃদয় জমে হয়ে যায় পাষাণ ও দুর্ভেদ্য ।
মরুভূমির মতো হৃদয়ে জমে ব্যথা-বেদনার ভার ।
তাইতো , ' চোখের জল ' তুমি বিধাতার অনন্য সৃষ্টি ,
তোমার উপস্থিতি চোখকে করেছে নির্মল ও সুন্দর ।
...অমৃতা
Comments & Reviews (0)
No comments yet :(