আর কতকাল রইবে পড়ে, কালো বউয়ের চরন ধরে?
একটু খানি দাঁড়াও উঠে, শক্তি সাহস বুদ্ধি করে।
ভাঙ, সিদ্ধি খায় বা বটে, লোকটা কিন্তু পাগলা ভোলা
সবার সামনে মারিস লাথি মনটাকে কি দেয় না দোলা?
কিসের দেমাক করিস লো তুই, তুই তো হলি বিশ্বকালো
লাথি খেয়েও আছে পড়ে সত্যিই রে তোর কপাল ভালো।
ঐ লোকটা আছে বলে হাতেতে লাল, মাথাতে লাল
ভেগে গেলে ঐ লোকটা পুড়বে রে তোর সুখের কপাল।
আদিখ্যেতা করিস নে মা সবার সামনে জিভটা কেটে
একটু জোরে চাপ দিলে তো বাবার পেটটা যাবে ফেটে।
পরতে হবে থানটা সাদা, জুটবে শুধু চাল বাতাসা
জারি জুরি যাবেই উড়ে, ভেঙে যাবে সুখের বাসা।
সরলতার সুজোগ নিয়ে, অত্যাচারটা করেই গেলি
পতি হল পরম গুরু - এই কথাটা ভুলে গেলি?
তুই তো হলি হিন্দু নারি, পারলি মা তুই কেমন করে?
বাবার পায়ে ঠেকিয়ে মাথা, প্রনাম কর মা ভক্তিভরে ।।
Comments & Reviews (0)
No comments yet :(