বসন্ত খুলিল আজ
দখিন দুয়ার ,
ডালে ডালে ফুলে ফুলে
বিকশিত মনে এ ধরায় ।
কোকিলের কুহুতান
বিহগের সুর ,
ভরি তোলে ধরাতল
আনন্দ মধুর ,
রঙিন সে পাখা মেলে
ওড়ে আকাশেতে ,
প্রজাপতি ভ্রমরের খেলা চলে
অপরুপ এ ধরনীতে-
মধুপ চঞ্চল হল পুষ্প সুগন্ধে ,
দখিনা পবন বয় ,
যেন মৃদু মন্দে ,
পলাশে বাসেনা ভালো
রুপের আনন্দে
কিংশুক ফুল হিংসুক ভারী
ফুটেছে যে সারি সারি ,
রক্তিম হলাে যে বনাঞ্চল
রূপের গরব শুধু তারি ।
কুহু কুহু ডাকে কোয়েলা
বনভূমি মাতােয়ারা সুরে
ডালে ডালে সুরে সুরে
শুধু ঘুরে ফিরে
ফাগুন আগুন যেন
মাস বিলাসের -
রঙিন , সুবাসে মন যেন
স্মৃতি মেদুর বিলাপের ।
পুষ্পে পুষ্পে ভরা শাখী
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি -
বনে বনে ফুল ফোটে
তোমারি আশায় পূর্ণ শাখী ,
বেদনায় ম্রিয়মান যেন শুক শারী
কাননে কেতকি কাঁদে হৃদয় বিদারী
এপারেতে কুহু ডাকে
মধুর গুঞ্জরি ।
বন ভূমে আলােড়ন
মুকুলিত আম্রকানন ,
মন যেন উচাটন -
চঞ্চল , বিহ্বল মন
বাঁশরী বাজিছে যেন
যমুনা পুলিনে -
ঘরে যে থাকিতে না রে
শ্রীরাধিকা বংশী শুনে ।
বসেছে মিলন মেলা
প্রাণের উৎসব -
সকলে মেতেছে আজ
ধরায় এ মহােৎসব ।
সবই হলাে একাকার
যবে খুলিল দক্ষিণ দ্বার
মধুমাসে ফুল দোলে
প্রাণের উৎসবে মিলেমিশে একাকার।
Comments & Reviews (0)
No comments yet :(