Poem

বাজপাখী

2 years ago

0

এ জীবন কী মধুর এজীবন

কী মধুর আলাপন ক্ষনিক

বিশ্রাম, আর ক্ষনিকের বিচরন

ক্ষনিক ভালবাসা, ক্ষনিক প্রতাশা

এ জীবন প্রবাহ বহি চলে অবিরাম,


কে জানে - কোথা হোতে আসি - কোথা

যাই চলে - কাহার অঙ্গুলি হেলনে-

আসে যায় এ জীবন ক্ষনিকের তরে

অতিথি যে মোরা যেন এ বিশ্বসংসারে

জীবন নদীর কুলে রয়েছে দাঁড়ায়ে মাঝি

হাঁকে শুধু - কে যাবি, কে যাবি আয় নাহিকো বিরাম।


সৃষ্টি ধ্বংস স্থিতি লয় - তারই মাঝখানে

আমরা যে যাত্রী শুধু - এ কোন বিমানে

কিম্বা ছেঁরা পালে হাওয়া দেয়

অকুল দরিয়ার - ভীষন তুফানে টলমল

তরী যেন করে খান খান শুধু মাঝিই

মোদের জান - পারের কড়ি বিনা করে না 

সে পার -

এ জীবন অতি খুদ্র মুষিকের প্রায়

শুধু খুঁটে খুঁটে খায় এ অকুল সংসারে

দিবা নিশি অর্নিবার -

যাতনা গঞ্জনা দুঃখ সুখ বেদনার

সমাহার এ খুদ্র জীবন-নখর, সে বাজপাখী

ছোঁ মেরে পলকে নিয়ে যায় টানি-বাধাহীন

বন্ধনহীন কোন সে রহস্যলোকে লয় যায়

চেই হেথা ফিরে না পুনর্বার ।


একি বিধি - নাকি নিয়তির খেলা-

শিশু-বৃদ্ধ-কাহারো কি নাহি এ জীবনে

পরিত্রান - বিফল সকলে - সন্ধ্যা সদা আছে

জাগি - যেন সে করাল মরন দূত অতন্দ্র প্রহরী

সম-জীবনের দ্বারপ্রান্তে কড়া পাহারায়,

জীবন অনিত্য অতি - নিত্য তার আসা যাওয়া

খেলা-নিত্য আনন্দে চলে - দুর্নিবার গতি তার

সহসা লইল কাড়ি নিত্যানন্দে পরম আনন্দে

এক লহমায় নির্বাক হইল সবে এ জীবন

মরন খেলায় - ক্ষনিকের তরে - অশ্রুসিক্ত নয়নে

জীবন সন্ধা বেলায় -

কীর্তি যশ  - যাহা সৃষ্টি অনাসৃষ্টি

রহিল পড়ে - নশ্বর এ দেহ রহিল পড়ি - জীবন

নদীর কিনারায় - উড়িল অচিন পাখী এ পিঞ্জর

ছাড়ি - কোন সে নব পিঞ্জরে উল্লসিত হল

সেথা নব আনন্দে -  মহা সমারোহে যায় সে হেথায়


জাত-কুল মান-ধন নাহি কো বিচার

তার আত্মা অবিনশ্বর - সকলেরে করে আলিঙ্গন

নিত্য নব নব আনন্দে - মহা কোলাহলে।


স্পর্শনে চুম্বনে চাহেনা পিছন পানে

কভু কোন অছিলায় - দিব্য জোতি দিব্য দৃষ্টি তার

নিয়ে যায় কোন সে পরমলোকে মায়া মমতার বন্ধন

ছিন্ন করি - শোক তাপ জরা হরি কোন যাদুবলে

অকলঙ্কিত যাদুকর কোন মহাশূন্যে মহা কৌতুহলে।।


"বাসাংসি জীর্নানি যথা বিহায়  নবানি গৃহ্নাতি নরোপরানি

তথা শরীরানি বিহায় জীর্নান্যানি সংযাতি নবানি দেহী।।"


আত্মা অবিনশ্বর - আত্মা যার সত্য

আর পরম পিতার, আশ্রয় সে যেন 

পায় গো মুক্তি এ ভবসংসার


দেহ আর দেহী সর্ম্পক চিরন্তন

এ ভিন্ন বাজে না কভু প্রানের বীন

দেহ যায় অবহেলে জীবনাবসানে 

দেহী তথা আত্মা যায় পরমাত্মা মিলনে ।


এ দেহ কেবলই ছবি - কেবল মায়ার

বন্ধন - একদিন পঞ্চভূতে বিলীন হইলে

দেহ - আত্মা নবদেহে লয় যে আশ্রয়

পরম সূখে - পরম শান্তিতে -  


বিনাশ নাইকো তার - অনাদি অনন্ত

কাল ধরি - এ দেহ পচা দেহ পড়ি রয়

আয়ু পুর্ণ হলে, আবার "মাটি কাটি দংশে

ফণী - কেবলই আয়ুহীন জনে" অমরত্ব

পায় আত্মা এ মর জগতে ।।

 

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(