Poem

বীর পতন

3 years ago

0

'রণং দেহি ' বলিয়া

দাঁড়ালাে যে তাহাদের সম্মুখে ,

মুক নহে , নহে সে বধির ,

তবু নির্বাক দর্শক যেন

শুধু বিষয় বৈভবে -


বাংলার খ্যাতিমান যত

বীর ছিল —সবই প্রায়

অবশেষে নীরব – নিশ্চল

যেন ছবির মতন ---


কোথা গেল সেই ডংকা

সেই আষ্ফালন ,

কোথা সেই বীর্যব্ত্তা ,

কোথা সেই হিরণ্য গর্ভ

দোর্দন্ড প্রতাপ সিংহ -

গর্জন করে না আর ।


দাঁড়ায়ে রয়েছে যেন

চিত্রপট সম --

গভীর বিষাদে --- মহা খেদে ---

ভাঙি পড়ে নভস্থল ---

যেন নীরব নিশুতি রাতে ।


অজস্র ক্রন্দন রােলে

কাঁপিল মেদিনী --

তারে ধরি - মায়াজালে পড়ি --

কী করিবে - নিয়তির

করাল গ্রাস - নাহি কোন

প্রতিবাদ - শুধু অশ্রু বিসর্জন --

ছেনীরব নিথর দেহ --

পড়ি য়াছে নিয়তির গ্রাসে --

মহাত্রাসে --সেই রজনীর


কালােছায়া গ্রাসিল

সকল কিছু মুহূর্তে সবারে।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(