Poem

দুর্গা

3 years ago

0

দুর্গা আমার দশভূজা 

পাথর ভেঙ্গে গড়ছে বাড়ি ,

দুর্গা আমার সার্জারিও করে 

কত মানুষের দেখছে নাড়ি !


দুর্গা আমার শ্যামলা বরণ 

পাড়ার লোকের চিন্তার কারণ ,

মানছে না তো কোনো বারণ 

দূরদেশেতে দিচ্ছে পাড়ি ;

কলমের জোরে প্রতিষ্ঠিত সে 

বানিয়েছে নিজের বাড়ি-গাড়ি । 


দুর্গা আমার স্কুল-কলেজে  

ডায়াসে দাঁড়িয়ে বিদ্যাদান করে ,

দুর্গা আমার রেলগাড়ি চালায় 

প্লেনও চালায় আজ অনায়াসে । 


দুর্গা আমার অন্নদাত্রী

চাষবাসেও আজ সিদ্ধহস্ত ,

সামলাচ্ছে হাসিমুখে ঘর-গৃহস্থ । 


দুর্গা আমার মৃৎশিল্পী 

মাটির তালে দিচ্ছে প্রাণ ,

দুর্গা আমার আজ গায়িকাও হচ্ছে 

তানপুরা নিয়ে ধরছে গান ; 

দুর্গা আমার আজ কলমও ধরছে 

করছে দেবীর আহ্বান । 

... অমৃতা দত্ত 



Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(