Poem

মাছি ও মশার কথা

3 years ago

0

মাছি বলে , নর্দমাতে পড়েছে যত ভাতের কাঁড়ি,

মশা তোর সঙ্গে আমার আড়ি।

দুর্গন্ধ ময়লা জলে তুই যে থাকিস ,

ঘেন্না করে মিশতে , তুই একটা রাবিস ।

ভ্ন ভ্ন শন করে তাড়াব সবখানে ,

বুঝবি তখন , আমার ভ্নভনের মানে ।


মশা বলে , মাছিরে তুই বুঝবি না মাের গুন ,

শুঁড় ফুটালে বুঝবি কেমন করে কন্ কন্

নোংরা জলে থাকতে মজা যে সদাই ,

থাকবি সেথা , চল না দেখি ভাই ।

আঁতুড় ঘর মােদের সদাই সেথা ,

নইলে শুধু বাচ্চা পালন হবে রে বৃথা।


মাছি বলে , তাের বাবহারটা বড্ড বাজে ,

যাই যে আমি আপন কাজে ।

রক্ত নেশা তোর যে ভীষণ ,

ছিলে জোঁকের রক্ত চোষা যেমন।

ঘেন্না করে তাের সাথে মোর মিশতে,

কামড় খেলে ঘুমায় না কেউ দিনে রাত্তিরেতে ।

মনটা আমার বড্ড নরম জীবাণু

সব শুঁড়ে আনি রকম রকম ।


মশা বলে , তুই ব্যাটা বড্ড পাজি ,

ঘুচাব তাের সব আশা আজি ।

ছুঁচ বলে চালুন রে তাের কত ছাঁদা,

বুদ্ধি তোর কিছু নাইরে হারামজাদা।

ডেঙ্গি ভাই রে বুদ্ধি করে মারছে মানুষ

লক্ষ লক্ষ মরছে,তাই বড় আপশোস।


এমনি করে মাছি- মশার চলছে দ্বন্দ্ব,

কেউ ভালো নয় সবার মনে লাগে ধন্দ ।

নোঁরা যত সাফ কর ভাই আগে

একটুখানি জমা জলে তারা জন্মায় বেগে ।

স্বচ্ছতার অভিলাষ কর তোমরা সব ,

বাঁচবে সবাই হাতে জজ্ঞাল কর সাফ ।

মশা মারতে কামান দাগা কর অভিযান

রোগমুক্ত হবে সমাজ, থাকবে সব জীবন ।


কোটি কোটি কীটপতঙ্গ আছে যে হেথায়,

বুদ্ধি করে মানুষ বাঁচে, রেহায় কোথায়?

কোন্দলেতে বাঁচবে না কেউ,

নইলে বৃথা কর না ঘেউ ঘেউ ।।

কাজ কর ভাই, সবাই বাঁচ,

আপন বুদ্ধি কর সদাই আঁচ।

শুধু শিবির করে হয় না চেতন,

কাজ-করে উড়াও সবাই বিজয়কেতন ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(