তুমি আছ বলে নীল এত আসমান
তুমি আছ বলে পৃথিবীতে এত প্রান।
তুমি আছ বলে বৃক্ষে পুস্প ফোটে
তুমি আছ বলে এখনো সূর্য্য ওঠে।
তুমি আছ বলে নগ হতে বহে নদী
তুমি আছ বলে বায়ু বহে নিরবধি।
তুমি আছ বলে পঙ্কেতে শতদল
তুমি আছ বলে জলধি এতই অতল।
তুমি আছ বলে বৃষ্টিতে ভেজে ধরা
তুমি আছ বলে মিটি মিটি হাসে তারা।
তুমি আছ বলে ঝর্না যে চঞ্চল
তুমি আছ বলে মাঠেতে সোনালী ফসল।
তুমি আছ বলে পাখী গাহে ঊষাকালে
তুমি আছ বলে সন্ধ্যা প্রদীপ জলে।
তুমি আছ বলে চাঁদের স্নিগ্ধ আলো
তুমি আছ বলে তোমার সৃষ্টি ভালো।
তুমি আছ বলে বিদ্যুৎ খেলে মেঘে
তুমি আছ বলে জঠরেতে প্রান জাগে।
তুমি আছ বলে ওঠে আজানের ধ্বনি
তুমি আছ বলে শুনি অমৃতের বাণী।
তুমি আছ কেন গঙ্গায় ভাসে লাশ?
তুমি আছ কেন দিন কাটে খেয়ে ঘাস?
তুমি আছ কেন কীট কাটে পুস্পেরে?
তুমি আছ কেন আঁধারে জগত ভরে ?
তুমি আছ কেন সত্যের পরাজয়?
তুমি আছ কেন মিথ্যার হয় জয়?
তুমি আছ কেন দোষীরা বহাল আছে?
তুমি আছ কেন পুষ্পেতে কাঁটা আছে?
তুমি আছ কেন সাত মহলায় কিছু?
তুমি আছ কেন সাধুজন হটে পিছু?
তোমার সৃষ্টি রক্ষ্যার ভার কার?
তোমার উপমা তুমি ছাড়া নাই আর।
Comments & Reviews (0)
No comments yet :(