বসন্তে বিকশিত কি সুগন্ধি ফুল
আনন্দে ব্যাকুল হলাে কত অলিকুল ,
পলাশ , শিমুল যত
হলাে লালে লাল ,
মাধবী বকুল গন্ধে
উদাস মাতাল ।
রঙে রাঙা চারিধার
সিন্দুর বরন তার,
বাজিযে মধুর বীনা
আসে কে গো বঙ্গে এবার ,
তুমি কি গাে কৃষ্ণ বিলাসিনী
রাধে রাধে বলে বাঁশি কাঁদে ,
রঙিম মূরতি ভার এই মধু মাসে
প্রকৃতির কোলে মধুর নিনাদে ।
মধুর মিলন হবে ফাল্গুনী পূর্ণিমাতে
চন্দ্রিমা হাসিছে যেন -
বৃন্দাবনে , যমুনা পুলিনে
মিলিবে যে শ্যাম - রাই হেন।
ফাগুন আগুন যেন
ঠাই ঠাই নাই মধুরিত কুসুমে ,
মনের বীণার তারে -
নবরাগ রঞ্জিত করিছে কুন্তল দামে
মধুর বসন্ত জাগে
সবাগার মনে - ফুলবনে
গুঞ্জিত, পুঞ্জিত হলাে যে আজি
গুন গুন মধুপের গুঞ্জরনে।
দক্ষিণ দুয়ার খোলা -
দক্ষিণ মৃদুমন্দ বায়ে ,
নদীকূলে ধরে মাঝে
বৈরাগী মধুর গীত নায়ে।
কৃষ্ণচূড়া সেজেছে যে
রঙ্গিন বসনে -
মাতাল বসন্ত তারে
চুমিছে মধুর পবনে ।
বেনু বনে উঠে যত মর্মর ধ্বনি
পাগল বসন্তে যত শুনি ।
প্রাণে প্রাণে জাগে সাড়া ।
এবার এসেছে বসন্ত কত দিন গুলি ।
চলে যায় মরি হায় -
মধুর বসন্ত দিন --
আসিবে যে রুদ্র তেজ -
থাকেনা বসন্ত চিরদিন ।
কোকিলের কুহুতান বিরামহীন
মধু কন্ঠে ডাকে শুধু নিশিদিন ,
উদাস বাউল বাজায় একতারা
আনন্দমুখর ধরা উল্লাসে নবীন ।
চঞ্চল মন উন্মন হয়
যেই তার ছোঁয়া লাগে ,
গুনগুন গুঞ্জন উঠিছে -
মধু বসন্তে কুসুম বাগে ।
Comments & Reviews (0)
No comments yet :(