Poem

অকাল পতন

3 years ago

0

এমনি করে কাটছিল বেশ
মধুর বিকেল গুলাে দিন ,
দাদু নাতির মিলন মেলা
চলত সারা দিন ।
ফোকলা মুখে দুমড়া চোখে
হাসত দাদু নাতি বেশ,
হঠাৎ এলো পলকা হাওয়া
ঘটালাে এক নিমিষে শেষ ।

দাদু গেলেন বােনের বাড়ী
শুকনাে হাসি হেসে ,
কথা নেই কো শিশু নাতির মুখে
বিদায় দিল মলিন বেশে ।
সকাল হতেই করছে খেলা ।
একটি দাদু নেই,
বল খেলারই সঙ্গী দুজন
একজন অজি কই?

ছোট্ট শিশু মুখ ফোটেনি
অবাক চোখে চায় ,
খেলার সাথী দাদুরা সব
জয় রাধে যে গায়।
অবুঝ শিশু নাচত মধুর নাচ
তাল নেই তার নেই কো মান ,
মনে মনে খুঁজত সারাদিন
লয়ে যত অভিমান।

অবােধ শিশুর অবুঝ কথার মানে
কেই বা শুধু জানে ,
তাকায় শুধু মুখের পানে
প্রশ্ন কত দাদু যে কোনখানে?
এক দাদু যে খেলছে বসে
সবুজ দোলার দাদু নেই -
মনে বসে না খেলায় এখন
আপন মনে নাচে ধেই ধেই ।

শিশু মনের গােপন কথা
কে বুঝেছে কবে ?
হাসি - কান্নায় ভরা শিশু
খুঁজছে কবে দেখা হবে ।
সংসারের এই ঘূর্ণিপাকে
ঘুরছি মােরা যত ,
উত্তর নেই সকল কথার
ভাবনা মােদের কত।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(