ভোরটা আমার মিষ্টি লাগে
সবুজে আমার চোখ জুড়ায় ,
হালকা হওয়ায় ইচ্ছে ডানা
মেলতে আমার মন যে চায় ।
উড়ছি আমি , উড়ছে পাখি
উড়ছি মোরা এক আকাশে,
উড়তে আমার নেইকো মানা
মন ভাসে আজ নীল আকাশে ।
শেকলে আমি পড়িনি বাঁধা
পড়েছি বাঁধা লেখাতে ,
ক্ষণে ক্ষণে শব্দমালা
ঘুরছে আমার মাথাতে ।
হাত আমার কলম ধরেছে
কাগজে আঁকছি কথামালা ,
মন বুঝি আজ পেয়েছে খুঁজে
এক আকাশ ভালোবাসা ।
.... অমৃতা দত্ত
কবিতাটি ‘আমার কবিতা’ বই এ প্কাশিত
Comments & Reviews (0)
No comments yet :(