সন্ধা আকাশে সন্ধ্যাতারা
সকাল হলেই শুক,
রাতের শশী নিভলে পরে
রবির হাসি মুখ।
কৃষকের কাঁধে নাঙ্গল উঠলে
সোনার ফসল উঠে,
সময়ের সাথে পা মিলিয়ে
ঋতুরা কেমন ছোটে।
আকাশের ওই নীল আভাতে
গ্ৰহ তারার মেলা
নদীর বুকে কেমন করে
বাতাশের ওই খেলা
সোনার বাংলার হাসি মুখ ভাই
দেখ রে নয়ন মেলে,
মোটা চালের ভাত খায় চাষা
আর তার শক্ত জোয়ান ছেলে।
রৌদ্র তাপে দগ্ধ হয় তারা
আর ঝড় বৃষ্টির কোপে
মাথার ঘাম পায়ে ফেলে
তারা ফসল ফলায় মাঠে |
Comments & Reviews (0)
No comments yet :(