একি অপরুপ রুপে সৃজিলা তোমারে
বিধি এই ভূ-মণ্ডলে! রক্তিম বরন
তব আহা কত মধুর, কত দৃষ্টি নন্দন
কি বর্নিব তাহা আর; কহ তা আমারে
ধনি মজিল এ রুপ কোন পুণ্যবলে?
ও রুপ মাধুরী হেরি রুপমুগ্ধজন
আনন্দ সাগরে সব হইবে মগন
কিন্তু গুন মুগ্ধজন? এই ভবতলে
নিদাখ মধ্যাহ্নে পত্রহীন বৃক্ষতলে
কে কবে আশ্রয় লয়? সুন্দরী ষোড়শী
কি কভু পক্ককেশ বৃদ্ধে করে কপোলে
চুম্বন সোহাগে? অসংখ্য তারকারাশি
কভু হয় সমকক্ষ দেব শশধর?
নির্গুন জনের বিশ্বে নাহি সমাদর।
Comments & Reviews (0)
No comments yet :(