Poem

বিচ্ছেদ

4 months ago

0

সম্পর্কের রং বদলে যায়

ক্ষণে ক্ষণে

বদলে বদলে এসে থামে

'কপুট মর্চুয়াম'-এ।

এই সেই রং

মমির হাড় গুঁড়ো করে তৈরী।

তাই 'মমি ব্রাউন'

সম্পর্কের উষ্ণতায় নয়,

নয় সম্পর্কের শীতলতায়

ভয়ংকর এই রং -

ক্যাটক্যাটে, ভুতুড়ে, অতিপাকৃত;

ডিটাচমেন্ট বোঝাতে এই রঙ- অবর্থ।

আটাচমেন্টের অভাবই ডিটাচমেন্টের শুরু

শূন্য থেকে নয়।

 

সময় বুঝে ভিটাচড্ হওয়াই কাম্য

কেউ ডিটাচড্ করে দিতে চাইছে- এটা বুঝে

রক্তাক্ত হোও না বন্ধু।

বরং 'কপুট মর্চুয়াম' এর ওপর সোনালী আলো পড়ুক,

অতিপ্রাকৃত মামির সোনালী মৌন্দৰ্য্য

বুকে নিয়ে বুঝে নাও সেই কথা।

সময় থাকতে জমি ছাড়ার -

যা মানুষ না বোঝার ভান করে,

মৃত্যুর পদধ্বনিতেও ।

ঋনস্বীকার :

      সংবিগ্ন রংকুল

      সঙ্গীতা বদোপাঠ্যায়।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(